তুমি রোজ সকাল বেলায়
জেগে ওঠা একলব্য কামনার ওপর দিয়ে
শরীর উপান্তে উজ্জীবিত রূপের ওপর দিয়ে
অন্তর্বাহী ধমনীর রক্ত স্রোতের ওপর দিয়ে
মন্দাক্রান্তা ছন্দে উদাসীন হেঁটে যাও।


পিঁপড়ে , প্রজাপতি আর পাখিদের সঙ্গম
থেমে যায় নির্লিপ্ততায়। আরও দূর দুর্গম
পথে যেতে হবে জেনে বিবর্তনকামী জীন
নতুন উদ্যমে প্রহর গোনে; এক, দুই, তিন....