উদ্ভাসিত- প্রণয়কাল

বুঝে নিও, যদি অভীষ্ট ভালোবাসার নীড়ে
দুটি দোয়েল এ ডাল, সে ডালে বসে আর মুদারাতে
গান গায়। নির্ভুল সুর তালে।


প্রশমিত- প্রণয়কাল


বুঝে নিও, যদি অবশিষ্ট প্রেম ঘিরে
দুটি দাঁড়কাক সকাল, বিকেল ,সন্ধ্যা আর মাঝরাতে
দোল খায়, তুমুল তর্ক জালে।


অস্তমিত- প্রণয়কাল


বুঝে নিও, যদি উচ্ছিষ্ট আবেগ নদী নীরে
নৌকার বিবাগী মাঝি তার দিক্ভ্রষ্ট অভিশপ্ত বরাতে
নাও বায় । সর্পিল বিনাশ কালে।