ওগো সাকি,
সরিয়ে রাখতে দূরে আমায় পারবে কি?  
এতটুকু-ও কষ্ট হবেনা তোমার বৈকি?


রঙিন আলোকছটায় সাজাতে চাও তোমার আকাশ,
কিছুটা আঁধার কি নেই প্রয়োজন সেখানে?
নিকষকালো রাত কি এতটাই ব্রাত্য!
ঝিকিমিকি তারা হয়ে জ্বলতে চাওয়া  অপরাধ কি?
বলো না,
ওগো সাকি!


চৈত্রের খরতাপে উত্তপ্ত রাখো তোমার আবাসভূমি,
তীব্র দাবদাহে দগ্ধ হও সদা তুমি!
ওগো সাকি,
কীসের অভিমান বলবে কি?


এতটুকু স্নিগ্ধ জলের কি হয়না দরকার?
বৃষ্টি হয়ে নামলে সেথায় কী হয় ক্ষতি!
ওগো সাকি,
শ্রাবণধারা হয়ে ঝরতে চাই, তোমার ময়দানে।
জলতরঙ্গে করতে চাই মাখামাখি!


ওগো সাকি,
কপাট খোলো;
দ্যাখো গহীন আঁধারের নিগূঢ় আবেদন!
দ্যাখো ঝিকিমিকি তারাদের আবেগ!
দ্যাখো কতটা আপন করে নেয় তোমায়-
বৃষ্টিসিক্ত সমীরণ!


২৯/১২/২০২১
দুপুর-১২.৩০
চট্টগ্রাম