ওগো অভিমানী,
কতটা যাবে দূরে,
দৃষ্টির সীমানা ছেড়ে,
অনেকটা পথ পেরিয়ে-
সাত সমুদ্র তেরো নদীর ওপারে;
যতটা শক্তিশালী নিরাপত্তা বলয়ে-
তৈরি কর না কেন, তোমার গৃহের-
ভিতর, বাহির কিংবা প্রাচীর;
বলো, নিদ্রাহীন কাটবে কি তোমার প্রহর?


ওগো সুনয়না,  
কখনো কি এতটুকু আলস্যে-
নেতিয়ে পড়বে না ঐ আঁখি যুগল?
পারবে কি রুখতে স্বপ্নের দেয়াল?
অবশ্যই নয়!
আমি আসবো-ই তোমার নিদ্রায়!
হোক সেটা দিনের আলোয়,
কিংবা নিকষকালো রাতের আঁধারে,
চন্দ্রিমার আলোয় অথবা ঘোর
অমাবস্যায়;
আমাকে আটকাবে সাধ্য কার!  
আমি যে এক অপ্রতিরোধ্য যাযাবর!
আটকাতে পারেনা আমায় কোনো-
পাসওয়ার্ড কিংবা অতীব শক্তিশালী রাডার!


ওগো সুস্মিতা,
নির্ঘুম, দুর্বিষহ সময় কাটানোর চেয়ে-
এবারতো, একটা রফাদফায় আসো,
এভাবে গুমরা মুখে বসে না থেকে,
ওষ্ঠযুগলে প্রেমময় হাসি হাসো;
আর দূরে সরে থেকোনা লক্ষীটি,
বরফ শীতল অভিমান ভেঙে-
উষ্ণ অভ্যর্থনা কবুল করে নাও,
আমি আসছি, তোমার আঙিনায়-
আড়মোড়া ভেঙে হাতটা বাড়াও!


১৮/০১/২০২২
রাত- ১১.৩০
চট্টগ্রাম