এতটুকুও কী চাইতে পারিনা,
ওগো বিস্তৃতা?
তোমার তো অনেক আছে,
অপার তোমার জমি;
তোমাতেই সাজাতে চাই শস্যভূমি।
এক চিলতে-ই না হয় দিলে আমায়,
পরম যতনে করবো চাষ ওখানে-ই।
কর্ষণ হবে অতি গোপনে-
লোকচক্ষুর অন্তরালে,
নিড়ানি চালাবো অতীব গহীনে!


হতে পারি, আমি নয়া চাষি;
ব্যাকরণগত দিক হয়তো কম জানতে পারি!
যতটুকু জানি-
তার সবটা-ই উজাড় করে দিবো।
ওগো মৃন্ময়ী,
এক চিলতে জমি কি পাবো?
ওগো মনোহারিণী
আমি রোরুদ্যমান উদ্বাস্তু এক,
দৃষ্টি ফেরাও মাত্র বারেক!
জেনে নিও,
আবেগের কোনো কমতি হবেনা;
ওগো সর্বস্ব,
এতটুকুও কী চাইতে পারিনা?


৩১/০৫/২০২০
রাত- ০৮.৪৫