আমার সীমানা থেকে পালাতে চাও?
অভিমানী, যেতে যদি চায় মন, তো যাও!
দৃষ্টির অগোচরে গেলেই কী দূরে যাওয়া বলে?


কতটা দূরে যাবে?
সাত সাগর-তের নদী পার হয়ে?
অচিনপুরের কোনো গাঁয়?
নেটওয়ার্কের বাইরের আওতায়?
জানি, রবে তো এ ব্রহ্মাণ্ডেই!


মেঘমালা যেমন বাদলধারা না হয়ে থাকতে পারেনা;
কাজল যেমন আঁখি কোণে তোলে আলোড়ন!
এলে বসন্ত, দখিনা পবন পারেনা করতে নিয়ন্ত্রণ!
এসে দেয় শিহরণ-
ঠেলে খোলা বাতায়ন!


রাতের কালো যখন নেয় বিদায়,
ভোরের রবি এসে নেয় ঠাঁই;
আকাশের বুকে,
পরম সুখে,
প্রকৃতির নিয়ম মেনে!


জানি, তুমি যতটা অভিমানী,
ততটা নিষ্ঠুর নও;
তোমার বুকে রয়েছে প্রেমের আবেগ,
যতই থাক দূরে সরে,
উদ্বেলিত বক্ষ যখন উঠবে নেচে-
প্রেমের পরম উৎকর্ষতায়,
অমনি, ভুলে সকল মান অভিমান-
আসবে-ই তুমি ফিরে এই আঙিনায়,
নিবে টেনে বুকের মাঝে, এই আমায়!


২৬/০৪/২০২১
দুপুর-০১.২০
বড়াইল