কতদিন কাটা পাহাড়ের রাস্তায় হাঁটা হয়না!
কতদিন প্রিয় ক্যাম্পাস চত্বরে হাঁটা হয়না!
কতদিন প্রিয় শাহজালাল হলে যাওয়া হয়না!
হল বাগানের ফুলগাছগুলি যদিও ধরেছে বায়না!
কতদিন দেওয়া হয়না চুমুক, এক পেয়ালা চায়ে;
কতদিন যাওয়া হয়না সভাপতির কক্ষে, অলসপায়ে!


কতদিন দেখা হয়না, কথা হয়না, সহকর্মীদের সাথে,
প্যাচাল হয়না, খুনসুটি হয়না, তুচ্ছার্থে- ব্যাঙ্গার্থে!
কতদিন দেখা হয়না-
বিভাগের চত্বরে ছাত্রছাত্রীদের পদচারণ,
হয়ে উঠেছে কেমন যেন সব, শ্রীহীন, নিরাভরণ!
কবে মেতে উঠবে আবার সব-
হাসিখুশি, কল্লোলিত পুষ্পাভরণ?


কতদিন ক্লাসরুমে যাওয়া হয়না,
ডায়াসে উঠে, প্রিয় বিষয়ের উপর-
আকণ্ঠ অবগাহন হয়ে উঠেনা!
ধুলোর আস্তরণ জমে উঠেছে বেঞ্চিতে,
কতদিন ছাত্রদের সেথায় বসা হয়না!
বোর্ডে কতদিন মার্কারের কালি পড়েনা,
লেখা হয়না কতদিন ধরে!
ক্লাসরুমগুলি-ও কী দীর্ঘশ্বাস ফেলে, অগোচরে?


চোখের কোণে বইছে অশ্রুর ঝিলিক!
চেয়ে থাকি অপলক, আজ স্মৃতির আয়নায়;
হঠাৎ ভেসে আসে, ক্লাসরুমের বাইরের গাছটিতে বসা কাঠবিড়ালি কিংবা শালিক!
কিংবা, ঐ পাহাড়ে ঘুরে বেড়ানো সজারু বা হরিণ,
ওরা এসে বাড়াচ্ছে আরো, অশ্রুঝরার আন্দোলন!
তাও, প্রবোধ দিই মনকে এই বলে যে, "কাটবে এ খরা, কাটবে এ আঁধার;
উত্তর মিলবেই একদিন, এ করোনা ধাঁধার"!
সদা প্রার্থনা, সদা কামনা, আবারো মিলিব সবাই, অতিশীঘ্রই, প্রিয় আঙ্গিনায়!


১৭/০৫/২০২০
সকাল- ০৮.১৫
বড়াইল, ব্রাহ্মণবাড়িয়া।