সামনের মেহগনি গাছটিতে বসে,
রোজ রাতেই ডাকে একটি ফিঙ্গে,
ক্লান্তিহীন, অবিরাম!
শুনতে শুনতে হয়ে উঠি অস্থির!
কান করে দেয় ঝালাপালা!
কিছুতেই তোয়াক্কা নেই তার-
নির্ঘুম একটানা ডেকে চলা!


কোন্ সে দহন তার বুকে!
কোন্ বিরহ বয়ে চলে সে?
ভাবি, আর অবাক হই!
ফিঙ্গেটি এক অপার বিস্ময়!
সে কী তবে,
প্রেমাস্পদের বুকে নিতে আশ্রয়-
করে, এত আকুতি; এত আহ্বান?


দেখি,
নিঠুর ঐ প্রেমাস্পদ তার,
অন্য একটি গাছে শুয়ে-
দারুণ ঘুমে মজে!
তবুও সে ডেকে যায়-
পরম ধৈর্য ধরে!
যদি, একটিবার-ও শোনাতে পারে-
গানটি তার, প্রেমাস্পদে;
করতে যাত্রা অভিসারে!


প্রতিরাতেই দেখি এই উপাখ্যান,
অবাক হই আর ভাবি,
ইস! যদি হতে পারতাম,
একটি ফিঙ্গে!
তবে, আমারো জন্য এভাবে,
ডেকে ডেকে হত কেউ হয়রান!
শুনাতো হয়ে মরিয়া, ছন্দময় গান!
পুলকিত হৃদয়ে জাগে আবেগ,
জাগে প্রেম, লাগে শিহরণ!


০৯/০৫/২০২০
সকাল- ১১.০০