শিরোনাম হতে, শিরোনামে থাকতে-
কতজনেই না, করে কতকিছু,
তোমার কবিতার শিরোনাম হতে-
অনেকেই ঘুরে তব পিছুপিছু!
শিরোনামে থাকতে করবো না আবদার,
বাসা বাঁধতে চাই কবিতার বুকে তোমার,
পরম সুখে, সবার অলক্ষ্যে;
এটাকে হ্যাংলামো বলো, আর বালখিল্যতা-ই বলো;
তাতে আমার কীই-বা আসে যায়!
আমি যে থাকতে চাই,
তোমার ছন্দময় বর্ণমালায়!


ওগো কঙ্কণ,
শিরোনামে না-ই বা রাখলে আমায়;
কোনো পংক্তিতে কি রাখা যায়-
তোমার কবিতার বুকে?
একটি মাত্র বর্ণমালায়-ও কি,
হবেনা এ হতচ্ছাড়ার ঠাঁই?
একটিবার-ও কি আঁচর তুলিতে করবে না এ নামটি অঙ্কন?


১৪/০১/২০২২
রাত- ১০.৫০
চট্টগ্রাম