টিকে থাকার সংগ্রাম-
করেছি, করছি অবিরত, অবিরাম!
দ্যাখো আজ দৃশ্য, নয়নাভিরাম-
বাহিরে বসে, আর বলো,
"আহা! কী অপরূপ, সুন্দর"!
অভাব নেইকো আজ সুহৃদ, সমঝদার!
বহাও ফুলঝুরি প্রশংসার!


যবে হেলিয়া পড়িনু ঝড়ো-হাওয়ায়,
শ্বাপদ,শৃগালের আঘাতে-
প্রাণখানি নিভু নিভু প্রায়!
হয়ে অনন্যোপায়,
ডেকেছি দফায় দফায়,
কিন্তু, হায়! পাইনি কাউকে-
এই চরম দুর্দশায়!
ভেঙ্গে পড়িনি তবু-ও, এমন নির্মমতায়-
টিকে থাকার এক আশ্চর্য প্রত্যাশায়,
দাঁড়িয়ে উঠেছি প্রবল, প্রগাঢ় ইচ্ছায়!


আজ যখন আমি, স্বরূপ মহিমায় উদ্ভাসিত,
ফুলে-ফলে সুশোভিত;
করতে আমায় প্রলোভিত-
জুটেছ এসে চারিধারে,
প্রগলভ প্রশংসা ঝরে!
আলোকসজ্জায় করো সজ্জিত!


আমি ভুলিনি নিকট অতীত!
যতই বাজাও আবহসঙ্গীত!
মজতে চায় না এ মন, কপট সুরে!
ক্ষণেক্ষণে পড়ে মনে, তোমাদের-
যত অবজ্ঞা, অবহেলা, অজ্ঞাতসারে!


তবুও দিয়ে যাই, ফুল-ফল, ছায়া,
তোমাদের পরে-অকাতরে;
যতই রেখেছিলে দূরে, অবজ্ঞাভরে!
এ যেন আরেক সংগ্রাম, এক আশ্চর্য মায়া!
আমি যে এক "নির্বাক উদ্ভিদ"!
আমি তো নই তোমাদের মত, মীরজাফর কিংবা ইয়াজিদ!


১৩/০৫/২০২০
বিকাল- ০৫.২০