দীপাবলি। শুভ হোক। আলোর উৎসব।  একটু শীত শীত ও লাগছে। আজ যেন জীবনানন্দ ও বনলতা সেন একে অপরের আঙুলের আলোতে ভর করে হাঁটতে পারেন সিংহল সমুদ্র থেকে মালয় সাগর। আমার কবিতা আজ আলো হয়ে যাক। প্রেমিকার চোখের আলোতে হেসে উঠুক প্রেমিক। বাটি বাটি আলো ভিক্ষে দিক ভিখিরিরা আমাদের। আর কলমের নিব ভেঙে আলো ছিটকে পড়ুক সন্ত্রাসে পুড়ে যাওয়া উপমহাদেশের গায়ে।