দশ_শব্দের_কবিতারা


(১) ফক্কর ছেলে-পাড়ার মোড়ে


ভরা বাদর।
মাহ ভাদর।


রাধারা অবুঝ। সিগারেটে সিগারেটে গড়াচ্ছে একাকিত্ব।


(২) সাদা-সবুজ টি শার্ট


......মরনে কি তমন্না হ্যায়। কোথায়? একজনের সাদা-সবুজ টি শার্টের কলারে।


(৩)সন্ত্রাসে মৃত একজনের সংসার


বৃক্ষশাখে সংসার।
          চুমু খাওয়া বারবার।
ঢিচক্যাও!!!
...
...


শিকাড়ির এক গুলিতে সাবাড়।


(৪) ভবিষ্যতঃ- সিধি বাত- নো বকওয়াস


তোমাকে হলুদ ওড়নায়
এক্কেবারে রেপ করে দেবার মত সুন্দর লাগছে ।।


(৫)প্রথম সম্পর্কের জন্য - প্রথম এক্সের জন্য


কিছু ঘেন্না শেষ হয় না।
প্রেম-মিশ্রিত ঘেন্না শেষ হয় না।।


(৬) সবার জন্য- ৭ দিনে সম্পূর্ণ উপশম-গ্যারান্টিসহ


রেপের খবর আসা বন্ধ করতে নিজের নিজের প্রেমিকের নাম জপুন।


(৭) প্রথম স্পর্শ


--"শরীরের সূঁচ ফুটুক শরীরে"
--"তবে তাই হোক! তবে তাই হোক।।"


(৮) আজ আড়ি, কাল ভাব।


আড়ি। কোলবালিশ জড়িয়ে আছি। অবশ্য ইহা সত্য- কোলবালিশের তুলোও তুমি।


(৯) দিওয়ানি।


ভালোবেসে ঘুরেছি আকাশ-পাতাল। ভালবাসতে হবে না, সহ্য কোরো কেবল আমারটুকু


(১০) সদ্যমৃতের স্ত্রী বলছি


ছিঃ, ঈশ্বর! তোমার পোড়া চোখে দেখতে পাচ্ছি বালতি বালতি আগুন।