# রবি ঠাকুর


না দাদা, উনি আমাদের হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছেন; আমাদের কোন বাইশে শ্রাবণ নেই। প্রত্যেকটা দিনই ২৫ শে বৈশাখ।


# জীবনানন্দ দাশ


"পৃথিবীর সব ঘুঘু  ডাকিতেছে হিজলের বনে!"
- দাদা, মানুষ মরে ভুত হয়। উনি মরে গিয়ে ঈশ্বর...। সর্বত্র বিরাজমান, চিরকালের দর্শক। কিন্তু কোত্থাও দৃষ্ট হন না।


একটু একাল


# মন্দাক্রান্তা সেন


দাদা, এর কবিতা একরকমের আবছা আবছা ঘুম। স্বপ্ন তৈরি হওয়ার আগেই কত ছবি খারিজ হয়ে যাচ্ছে।  সমস্ত রকমের অনুভুতিরাই পৃথিবীর গভীরতম ও বৃহত্তম চাপ গুরু, যত পড়বে, ততই বুঝবে।


# তসলিমা নাসরিন


গরম গরম পোড়া নারীজীবন শিস দিয়েই যাচ্ছে। মেয়ে, তোর দুঃখের মাপ দে, ঐ মাপেরই বই আনব। একটা করে কবিতা পড়ছিস, আর দাহ করছিস এক একটা বোকামির। জন্মে জন্মে আবার ফিরে আসার জন্য নারীজন্মের মুখে খই তুলে দিচ্ছিস।