ব্যস্ততম শহরে ঝমঝমিয়ে হঠাৎই এল একরাশ বৃষ্টি ...
বিধ্বস্ত-ভগ্নদূতের ঘোলাটে রং কেড়ে নিল কাকভেজা দৃষ্টি !
স্যাঁতস্যাঁতে জংপড়া রেলিঙের ফাঁকে গুটি ভেঙে বেড়ে ওঠে --
নীলচে রেশমী মথ - প্রজাপতির ঝাঁক !
নীচে বিছানো সবুজের ঘর আরো সবুজ ...
মাঝেমধ্যে মাথা তুলে খেলে চলেছে লাল-হলুদ ঘাসফুল !
এরই মাঝে গরম গরম তেলেভাজায় জমে উঠেছে --
মেঘরাজার বৈঠকখানায় নীলপরীদের মজলিশ !
রাতজাগা নির্যাসীজুঁই ঘুমচোখে এলিয়ে পড়েছে মেঝেতে ।
ভগ্ন-হৃদয় ভগ্নাংশের খাতে মাপছে ব্যস্তানুপাতিক সময়॥