সেদিনও ছিল এমন অঝোর ঝরা জলের রাশি ,
আমিও ছিলাম হয়তো ...কোনো একখানে কোনো একবেশে  বুকের 'পরে উপচে পড়া একরাশ বানভাসি নিয়ে !
চোট ছিল যা একলা করে কাঁটাতারে বাঁধা ...
বিলিয়ে গেল সকলপাশে,,,
               হঠাৎই হল হৃদয় 'পরে সহস্র পেরেক গাঁথা ।
গ্রাম থেকে মফঃস্বল উজাড় হল কলকাতার রাজপথে --
উজাড় করা সেই ভিড়ে হয়তো বা ছিলাম আমিও কোনো এক স্তাবক রূপে ! !
.....শেষ , সব শেষ !
---নেই নেই নেই ! তিনি আর নেই
তবুও কী দৃঢ়ভাবে প্রাণের 'পরে জড়িয়ে আছো এখনও ...!
একালের মৃত্যুঅধিপতি সত্যিই বড় নিষ্ঠুর
কয়েক কোটি মানুষের আশা মিথ্যে করে কেড়ে নিলেন তাঁকে !
সমস্ত সময়টা যেন এক মুহূর্ত থমকে গেল ...
প্রকৃতিও কেঁদে ফেলল আরো উচ্চস্বরে ,
শ্রাবণের চোখ অন্ধকার করে ভরে এল জলে !
সেও জানান দিয়ে গেল -- এইই তো সেই শ্রাবণ
২২শে শ্রাবণ ! রবি সত্যিই অস্তমিত হল --
চলল নতুন দিশার খোঁজে ,আর একটা নতুন ভোরের খোঁজে ! !