কিছুক্ষণ আগে শেষ হলো পল্লবীর আলোঘরে আয়োজিত কবিদের আড্ডা।


এমন সুন্দর ও সুষ্ঠু আয়োজনের জন্য, এবং বিশেষ করে বিভিন্ন প্রতিকুলতা স্বত্বেও এমন একটি সম্মিলনের উদ্যোগ নেয়ার জন্য আমাদের বিশিষ্ট কবি কবীর হুমায়ূনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এছাড়া প্রধান অতিথি ও বিশেষ অতিথি, উপস্থাপক ও মডারেটর সহ কবিতার আসরের কবি ও অন্য যারা এ আয়োজনে যোগ দিয়ে একে সাফল্যমন্ডিত করেছেন, তাদের সবাইকে আমার প্রাণঢালা শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি।


এটি একটি সুন্দর শুরু। নানা ভিন্নতা স্বত্বেও সবাই মিলে যখন এক হয়ে কিছু একটা করা হয়, তখন ফলাফল এমনই হয়। তাই এই সুন্দর শুরুটা আমাদের ধরে রাখতে হবে। এই আড্ডা ও মিলনমেলার যেন এখানেই শেষ না হয়। বরং সীমানার গন্ডী পেরিয়ে সকলের এক হবার আহবান ছড়িয়ে পড়ুক দূর থেকে দূরান্তে। আড্ডায় আড্ডায়, গানে-কবিতায় তৈরি হোক আমাদের সবার মাঝে নতুন মানবিক বন্ধন।


বাংলাদেশের পাশাপাশি ভারত বা অন্য কোথাও যদি আসরের কবিরা এভাবে এক হয়ে সাহিত্যিক আড্ডার আয়োজন করতে চান বাংলা-কবিতার ব্যানারে, দয়া করে আমাদের জানাবেন ইমেইলের মাধ্যমে।


সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।