১) সম্প্রতি বাংলা-কবিতা থেকে নিয়মিত কবি ও নিয়মিত আলোচকের তালিকা বাদ দেয়া হয়েছে। এটা কি ঠিক হয়েছে বলে আপনি মনে করেন?


২) আলোচনা সভায় শুধুমাত্র কবি ও কবিতার সাথে প্রাসঙ্গিক লেখা প্রকাশের কথা, যা অন্যদের আরও ভাল কবিতা লেখায় সাহায্য করবে। আপনি কি মনে করেন আলোচনা সভা সত্যিই তেমন ভূমিকা রাখতে পারছে?


৩) আলোচনা সভার লেখাগুলোর গড় মান বিচারে ১ থেকে ১০ এর মধ্যে আপনি কতো পয়েন্ট দিবেন?


৪) আসরে ব্যক্তি কলহের পরিবর্তে পারস্পরিক মিলমিশের মাধ্যমে কবিতা লেখার সুন্দর একটি পরিবেশ বজায় রাখার কথা। আপনি কি মনে করেন এখানে কবিতা চর্চার তেমন মানসম্পন্ন পরিবেশ পাচ্ছেন? না পেয়ে থাকলে কি কি বিষয়ে উন্নতি প্রয়োজন বলে মনে করেন?


৫) প্রতিটি কবিতায় অন্য সদস্যেরা যেন মান বিচার করে রেটিং দিতে পারে তেমন ব্যবস্থা যোগ করার পরিকল্পনা করছি আমরা। কে রেটিং দিচ্ছে এটা কবি কিংবা অন্য সদস্যেরা দেখতে পাবে না, তাই আশা করা যাচ্ছে সদস্যেরা কবিতাটি ভাল-মন্দ যাই হোক তা রেটিং-এর মাধ্যমে জানাতে দ্বিধা করবেন না। এবং এতে করে একটি কবিতা আসলেই কতোটা পাঠক সমাদৃত হচ্ছে তা বুঝা যাবে। আপনি কি এই ব্যবস্থাটিকে সমর্থন করেন?