আমাদের নিয়মাবলীতে নতুন পরিবর্তন আনা হয়েছে। বই ও কবিতা প্রকাশের ক্ষেত্রে এতে নতুন নীতিমালা সংযোজিত হয়েছে। তাই নতুন লেখা প্রকাশের আগে আমাদের সব সদস্যদের প্রতি নিয়মাবলীর পাতাটি মনোযোগ দিয়ে পড়ার পরামর্শ রইলো।
আমাদের নিয়মাবলীতে নতুন পরিবর্তন আনা হয়েছে। বই ও কবিতা প্রকাশের ক্ষেত্রে এতে নতুন নীতিমালা সংযোজিত হয়েছে। তাই নতুন লেখা প্রকাশের আগে আমাদের সব সদস্যদের প্রতি নিয়মাবলীর পাতাটি মনোযোগ দিয়ে পড়ার পরামর্শ রইলো।
বিজ্ঞপ্তিটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this notice.
এখানে এপর্যন্ত ১৯টি মন্তব্য এসেছে।
আজ আর কবিতা পোস্ট করা হল না
হঠাৎ করেই গতকাল রাত থেকে ‘কবি ও কবিতার’ ওয়েবসাইট এ ‘আপনার পাতা’ এবং ‘আড্ডা’ পাতা দেখতে পাচ্ছি না। নিজের পাতায় যেতেও পারছি না ফলে কবিতা আপলোড করার অপশনও থাকছে না। এমনকি আলচনা পাতায় ও কিছু পোস্ট করতে পারছি না
বার বার ‘এডমিন’ কে লিখছি কিন্তু কোন রেসপন্স পাচ্ছি না।
কি আর করা, কখন ঠিক হবে, জানি না
আমার কবিতা গুলো খুঁজে পাচ্ছি না.
বেশ কিছু দিন ধরে আমি পি।সি ফুল স্কিন পেজ খুলতে পারছিনা।খুব অসুবিধা হচ্ছে।দয়া করে সাহায্য করুন।
পড়তে চললাম।
কবিতা প্রকাশ করার পদ্ধতি কি ? আমি কি সরাসরি কবিতার আসরে কবিতা প্রকাশ করতে পারি ? কিভাবে ?
আমি এখানে আমার লেখা কবিতাগুলো পোষ্ট করতে চাই...
এক্ষেত্রে আমার, আপনার সাহায্য দরকার। একটু বলবেন, আমি কবিতার আসরের কোন বক্সে কবিতাগুলো প্রকাশ করতে পারি?
বাংলা কবিতা আসরে পূর্ব প্রকাশিত কবিতা অন্য কোন ওয়েব সাইটে প্রকাশ করা যাবে কি না
জানতে পারলে বিশেষ উপকৃত হবো।
নিয়মাবলীর কিছুটা সংশোধন বা পরিমার্জন প্রয়োজন। এ বিষয়ে শ্রদ্ধেয় এডমিনের সক্রিয় দৃষ্টি আকর্ষণ করি।
একটা গোষ্ঠীতে থাকতে হলে সাধারণ কিছু নিয়ম মেনে চলতেই হয়, সে চেষ্টা করবো। সবারই তা উচিত। তবে বড়সড় ভুল/অপরাধ ছাড়া কোনো লেখা মুছে দিলে তা যেন সেই লেখক/কবির সেই লেখাতে এডমিনগণ কারণ টা জানিয়ে একটু সময় দিলে ভালো হয় সে পোস্টকর্তা/কর্ত্রীকে।
কারণ আমি সহ অনেকেই হয়তো ২৪ঘন্টায় একবার আসি। এবং অনেক সময় যে লেখা বাংলাকবিতাডটকম ওয়েবে প্রকাশ করলাম তা লিখে রাখি না কোথাও। তা এ ওয়েবসাইটটির প্রতি ভরসা রেখেই। সম্মানিয় পরিচালকগন আমার অনুরোধটুকু ভেবে সে মতো সুব্যবস্থা নিলে উপকৃত হবো।
সুপ্রিয় এডমিন,
নিয়মাবলীতে নতুন সংযোজন যুক্তিযুক্ত।বাকি সব ঠিক আছে ফেরবদলের প্রয়োজন নেই।আসরের সব কবিরই নিয়মাবলী পড়া ও পালন করা অবশ্য
কর্তব্য।
মাননীয় এডমিনের দৃষ্টি আকর্ষণ করছি!
কবিতায় বা আলোচনায় একজন মন্তব্য করলে, তার নিচে "উত্তর দিন" ও "মুছে ফেলুন" দেখানো হয়। এর কি কোনো প্রয়োজনীয়তা আছে?
একটি কবিতা বা আলোচনায় অনেকে গঠনমূলক মন্তব্য করেন। এটা অবশ্যই ভালো দিক। কিন্ত প্রতিটি মন্তব্যে উত্তর দেওয়া কবি বা আলোচকের কাছে সময় বহুল কাজ।তাই "উত্তর দিন" ও "মুছে ফেলুন" অপশন না রাখতেই আমি অনুরোধ করি।
এর আর একটি খারাপ দিক আছে। ধরা যাক আমার কবিতায় ১০ টি মন্তব্য এল। আবার আমি ১০ টি তেই একই ধন্যবাদ সূচক মন্তব্য দিলাম। এক্ষেত্রে আমার মোট মন্তব্য হল ২০টি। আর একজন ১২ টি ভালো গঠনমূলক মন্তব্য পেলেন। কিন্তু সেখানে উত্তর দিলেন না বা দু-একটিতে প্রয়োজন মতো দিলেন । কবিতার আসরে মন্তব্যের সংখ্যা দেখানো হয়। এ ক্ষেত্রে সঠিক মন্তব্যের সংখ্যা বোঝা গেল না। তাই আমি অনুরোধ করছি। মন্তব্যের পর "উত্তর দিন" ও "মুছে ফেলুন" ব্যাপারটি না রাখতে। পরিবর্তে অন্যের কবিতায় বা আলোচনায় যাতে মন্তব্য বাড়ে সেই ব্যাপারে উদ্বুদ্ধ করা হোক। আর "জিজ্ঞাসা" নামে স্থান থাকলে সেখানে কবিতা, আলোচনা ছাড়া অন্য বিনিময় সম্ভব হতে পারে।
আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।
মাঝে মাঝে এই ওয়েবসাইট-এর নিয়মাবলী পড়া উচিৎ বলে আমি মনে করি। এতে নিজের ভেতর একপ্রকার দায়িত্ববোধ সৃষ্টি হয়।
আসরের সকল কবি যেন এই কাজটি মাঝে মাঝে করেন।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.