• রেজিস্ট্রেশন
  • লগ ইন
www.bangla-kobita.com
  • খ্যাতিমান কবি
  • কবিতার আসর
  • আবৃত্তি
  • আলোচনা
Friday, March 31, 2023

শতরূপে ভালোবাসার প্রচ্ছদ

- এডমিন
বিজ্ঞপ্তিটি ৩৯৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৪/১১/২০১৪, ০৮:৫৬ মি:

মন্তব্য যোগ করুন

বিজ্ঞপ্তিটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this notice.

   

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত ৫৮টি মন্তব্য এসেছে।

  • জয়শ্রী রায় মৈত্র ০২/১২/২০১৪, ১২:৫২ মি:

    প্রচ্ছদ খুবই সুন্দর লাগছে । কিন্তু "শতরূপে ভালোবাসা"-র পটভূমিকায় প্রচ্ছদ যথার্থ হয়েছে কিনা সেটা আলোচ্য বিষয় বলে আমার মনে হয় ।এ-ব্যাপারে বিদগ্ধ জনেরা যদি সদর্থক কোন ভূমিকা পালন করে থাকেন তাহলে আমার কিছুই বলার নেই । মন্তব্য একান্তই আমার নিজের । প্রচ্ছদের রূপ-রেখায় পুরুষ ও নারীর ছবি-ছায়াও বিবেচ্য বিষয় বলে আমার দৃঢ় ধারণা । তবুও "শতরূপে ভালোবাসা"- র প্রতি রইল আমার শুভ কামনা এবং উদ্যোগী বাংলা কবিতার "এডমিন" - কে আমার আন্তরিক শুভেচ্ছা ।

    উত্তর দিন
  • ফেরিওয়ালা ( মোহাম্মদ হায়দর আলী ) ২৯/১১/২০১৪, ১২:১২ মি:

    অসামান্য প্রচ্ছদ।
    হাতদুটো
    সামান্য ছুঁয়ে গেলে কেমন হতো বলতে পারছি না। অথবা একটি হাতে আরেকটি হাত উত্তোলিত হওয়া।

    উত্তর দিন
  • মোঃ সানাউল্লাহ্ (আদৃত কবি) ২৮/১১/২০১৪, ১৫:৪১ মি:

    প্রচ্ছদের রঙ নিয়ে ভেবে দেখার অবকাশ থাকলে আরেকবার ভেবে দেখার জন্য অনুরোধ রেখে গেলাম।
    বাকি সব এখন পর্যন্ত চমৎকার ! "তবে যার শেষ ভাল তার সব ভাল।" শুভ কামনা রইল।

    উত্তর দিন
  • মো: আনোয়ার সাদাত পাটোয়ারী (মঞ্জুবাক কবি) ২৮/১১/২০১৪, ১২:০০ মি:

    খুব সুন্দর, মনোহর.................

    উত্তর দিন
  • টি আই রাজন ২৭/১১/২০১৪, ০০:৫৬ মি:

    খুব সুন্দর হয়েছে।

    উত্তর দিন
  • চন্দ্রশেখর ভট্টাচার্য ২৬/১১/২০১৪, ২২:৩৮ মি:

    সজীব প্রচ্ছদ
    সুন্দর লে-আউট
    মন কাড়বেই

    উত্তর দিন
  • রইসউদ্দিন গায়েন ২৬/১১/২০১৪, ১৮:২৪ মি:

    যথার্থ নামকরণ,সুন্দর প্রচ্ছদ-চিত্রণ, সঠিক রঙের প্রলেপ। রঙ প্রসঙ্গে একটি মন্তব্য চোখে পড়ল, প্রচ্ছদ রঙটা নাকি নীল বা নীলাভ হ'লে ভালোবাসার প্রতিকীটা আরও স্পষ্ট হতো। কিন্তু তিনি হয়তো জানেন না যে নীল রঙ ভালবাসার প্রতীক নয়, নীল রঙ মৃত্যুর প্রতীক। অপরদিকে, লাল রঙ শক্তি ও ভালবাসার প্রতীক। বলা বাহুল্য, প্রচ্ছদ-শিল্পী লাল রঙটি ব্যবহার ক'রে তাঁর শিল্পী-সত্ত্বা ও প্রতিভার পরিচয় দিয়েছেন। ধন্যবাদ, 'শতরূপে ভালোবাসা'-র সংকলক,সম্পাদক এবং সূক্ষদর্শী প্রচ্ছদ-শিল্পীকে! 'শতরূপে ভালোবাসা',সহস্ররূপে ছড়িয়ে পড়ুক,দিকে দিকে!!

    উত্তর দিন
  • সিয়ামুল হায়াত সৈকত ২৬/১১/২০১৪, ১২:১৪ মি:

    সুন্দর! অতিমুগ্ধ!

    উত্তর দিন
  • আশিস চৌধুরী ২৬/১১/২০১৪, ১১:০৯ মি:

    খুব মন কাড়া প্রচ্ছদ হয়েছে।প্রচ্ছদ শিল্পীর নাম এখন জানতে পারলে ভাল লাগতো।কাজটি সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠুক এই শুভ কামনা আর এ ব্যপারে অনেক ধন্যবাদ প্রিয় এডমিনকে।আরও একটা কথা বইটির নামকরণও খুব সুন্দর হয়েছে।

    উত্তর দিন
  • Suman ২৬/১১/২০১৪, ০৯:৩৭ মি:

    আমি কিছু ফিকে সবুজ-গাঢ় সবুজের ব্যবহার আশা করেছিলাম প্রচ্ছদে ...আর বাংলা মানেই তো হরেক রকম সবুজের মেলা ...

    উত্তর দিন
  • লক্ষ্মণ ভাণ্ডারী ২৬/১১/২০১৪, ০৪:০৯ মি:

    শতরূপে ভালবাসা। যেখানে হাতে হাত, চোখে চোখ,
    ভালবাসার অনেক কবিতাই লেখা থাকে।
    যেখানে কবিতারা ভালবাসাকে হাতছানি দিয়ে
    কাছে ডাকে নাকি ভালবাসা কবিতাদের হাতছানি
    দিয়ে কাছে ডাকে ইশারায়। এটাই জিজ্ঞাসা
    প্রচ্ছদ সুন্দর হয়েছে । আগামীদিনের প্রকাশনার জন্যে
    অধীর আগ্রহে অপেক্ষা করছি। সেদিন আসবে কবে?

    উত্তর দিন
  • আবু সঈদ আহমেদ ২৫/১১/২০১৪, ২৩:৫৫ মি:

    বাহ!

    উত্তর দিন
  • বিজয় ভৌমিক ২৫/১১/২০১৪, ২২:২৪ মি:

    শতরূপে লেখা আমাদের এই ভালবাসার কবিতায়,
    এস প্রিয়া হাতে হাত ধরে,
    ঘুরে আসি এই গোধূলী বেলায়.....
    অনেক শুভেচ্ছার সাথে, বইটির প্রকাশের অপেক্ষায় রইলেম...

    উত্তর দিন
  • রাশিদা রহমান ২৫/১১/২০১৪, ১৩:৪৩ মি:

    "শতরূপে ভালোবাসা"- নামটির মধ্যে যতটা রং খুজে পাচ্ছিলাম ঠিক ততোটা যেন পাচ্ছিনা প্রচ্ছদটিতে ...


    মনে হচ্ছে ইচ্ছে করেই রংটা একটু মলিন রাখা হয়েছে, আদিম/চিরন্তন একটা ভাব ফুটিয়ে তোলার জন্য ।তারপরেও মনে হচ্ছে রংটার বিষয়ে আরেকটু ভেবে দেখলে ভাল হয় ।
    হাত না রেখে প্রতীকী কোন কিছু যেমন ফুল(গোলাপ) রাখলে বেশ ভাল হতো বলে মনে হচ্ছে ।
    অনেক ধন্যবাদ ।

    উত্তর দিন
  • খোরশেদ আলম ২৫/১১/২০১৪, ১২:৩৮ মি:

    আমার কবিতা গুলো অনেক ভাল লেগেছে।

    উত্তর দিন
  • প্রবীর কুমার পাল ২৫/১১/২০১৪, ১২:৩৪ মি:

    খুব সুন্দর ডিজাইন । তবে ওপরের দিকে হাত দুটোর ব্যাপাকগ্রাউন্ডে হাল্কা আকাশী নীল হলে বোধহয় ভাল হয় । এটা আকাশের সিম্বল হিসাবে ।
    ভেবে দেখতে অনুরোধ করি । ধন্যবাদ ।

    উত্তর দিন
  • সুবীর কাস্মীর পেরেরা ২৫/১১/২০১৪, ১০:৫০ মি:

    রঙটা পুরনো পুরনো লাগছে। কভারটা সাদা হলে হাতের ছবিটা আরও স্পষ্ট দেখাতো।

    উত্তর দিন
  • মোহন মণ্ডল ২৫/১১/২০১৪, ১০:৪৬ মি:

    .... শতরূপে ভালবাসা....


    একশত পাঁপড়ি প্রেমের
    সংগ্রহ করেছি একটা একটা করে
    রাত জেগে , শিশিরের স্পর্শ মাখতে মাখতে
    কুয়াশার রহস্যে আচ্ছন্ন হয়ে
    রূপোলি আভায় গা ডুবিয়ে ,
    কোনদিন কোকিলের কণ্ঠে আবিষ্ট হয়ে
    বালক রবির হাসিতে
    পলাশ শিমুলের রং গায়ে মখে
    আবার খোলা ছাদে নগ্ন মাঠে
    মুসল ধারায় ঠোঁট ভিজিয়ে
    কিংবা ঝাঁঝালো শ্বাস নিতে নিতে
    বৈশাখের ঝঞ্ঝা মাথায় নিয়ে
    তোমায় দেব বলে
    মালা গেঁথে প্রচ্ছদে পুরে
    'শতরূপে ভালবাসা'র।

    উত্তর দিন
  • প্রত্যয় হামিদ ২৫/১১/২০১৪, ০৯:০৮ মি:

    প্রচ্ছদ খুবই সুন্দর হয়েছে। তবে কালারটা নিয়ে একটু ভাবা যেতে পারে মনে হয়। আচ্ছা, কাদের লেখা নির্বাচিত হলো, জানা যাবে কি? ধন্যবাদ।

    উত্তর দিন
    • এডমিন ২৫/১১/২০১৪, ০৯:০৯ মি:

      পাণ্ডুলিপির এখনও প্রুফরিডিং চলছে। সবশেষে চূড়ান্ত তালিকা তৈরি হলে তা এখানে প্রকাশ করা হবে। ধন্যবাদ।

      উত্তর দিন
      • প্রত্যয় হামিদ ২৫/১১/২০১৪, ০৯:৪৬ মি:

        ধন্যবাদ এ্যাডমিন ভাই

  • সহিদুল হক ২৫/১১/২০১৪, ০৮:২২ মি:

    সুন্দর ......।

    উত্তর দিন
  • সরকার মুনীর ২৫/১১/২০১৪, ০৮:১৪ মি:

    অন্য রকম এক সৌন্দর্য !!
    বিমল আনন্দের এক অপার উত্স আমাদের এই কবিতা আসর ~

    উত্তর দিন
  • একনিষ্ঠ অনুগত ২৫/১১/২০১৪, ০৭:২২ মি:

    অনেক সুন্দর।।

    উত্তর দিন
  • সুখেন্দু মাইতি (বিনোদ কবি) ২৫/১১/২০১৪, ০৫:৫৭ মি:

    এক দিন তো মনে পড়বেই যদি ভালোবেসে থাকি ,
    যতই মুখে বলি ভুলে গেছি কখনই হতে পারে নাকি ?


    ভালোবেসে কেউ একেবারে ভুলে যেতে পারেনা ,
    হাত ধরে ছেড়ে দিলেও হাত ধরার অপেক্ষা ছাড়েনা।


    জানি ভালোবেসে ছিলে তুমি আমাকে আপন ভেবে,
    সেই ভালোবাসা এক ঝলক ভাবি আবার পাব কবে ?


    ভালোবাসার সেই হাত দু'টি যেনো মনে হয় আবার ,
    একে অপরকে হাতছানি দিয়ে ডাকে এপার ওপার ।


    জানি দু'জনের দু'টি পথ মিলবে একদিন এক হয়ে ,
    সে দিন পথের বাঁকেই হবে দেখা হাত মেলাব দ'য়ে ।


    শুভেচ্ছা রইল ।

    উত্তর দিন
  • সাজ্জাল আলম ২৫/১১/২০১৪, ০৪:৫৯ মি:

    দৃষ্টি নন্দন

    উত্তর দিন
  • রাহাগীর মনসুর ২৫/১১/২০১৪, ০৩:৫১ মি:

    valo laglo

    উত্তর দিন
  • শওকত আলী বেনু ২৫/১১/২০১৪, ০৩:৪০ মি:

    চমত্কার হয়েছে

    উত্তর দিন
  • অজিতেশ নাগ ২৫/১১/২০১৪, ০০:০৩ মি:

    সেই দু'টি হাত কোথায় তোমার যেই দুটি হাত দিয়ে প্রথম আমারে তুমি ধরেছ, সেই দুটি হাত কোথায় তোমার যেই দুটি হাত দিয়ে ইশারাতে তুমি কত ডেকেছ. রেখেছিলে তুমি হাত এই হাতে ঘুরেছি দুজনে জোছনা রাতে ভুলে কি গেছ তুমি সেই কথাটি যে কথাটি চুপি চুপি কানে কানে বলেছ. সেই দুটি হাত কোথায় তোমার যেই দুটি হাত দিয়ে প্রথম আমায় স্পর্শ করে বলেছিলে - ভালোবাসো।


    দারুন প্রচ্ছদ! অভিনন্দন!

    উত্তর দিন
    • কামাল হোসেন ২৫/১১/২০১৪, ০৩:৩৮ মি:

      অজিতেশ, তোমাকে তো পাইনা তোমার ঘরে-রেখেছো তালাবদ্ধ!
      তাই এখানেই, এ পাঁচ লাইনেই ভাললাগা করে গেলাম আবদ্ধ ...


      আশা করি ভাল আছো...
      কামাল

      উত্তর দিন
  • মোঃ মজিবুর রহমান ২৪/১১/২০১৪, ২৩:৪৭ মি:

    এ্যাডমিন, হাতে হাত নাকি চোখে চোখ? কোনটি ভাল ভেবে দেখবেন।

    উত্তর দিন
  • সুব্রত ঘোষ ২৪/১১/২০১৪, ২৩:৩৩ মি:

    শুভ প্রচেষ্টা, প্রচ্ছদটিও ভালো হয়েছে ।

    উত্তর দিন
  • কামরুল ফারুকী ২৪/১১/২০১৪, ২২:৪২ মি:

    সুন্দর হয়েছে প্রচ্ছদ।দুটি হাতের আড়ালে ভালবাসা শতরূপেই যেন প্রকাশিত হয় ভুবনে।

    উত্তর দিন
  • আনিছুর রহমান ২৪/১১/২০১৪, ২২:২৬ মি:

    সুন্দর...

    উত্তর দিন
  • Abinash Mukharjee ২৪/১১/২০১৪, ২১:২৯ মি:

    এ এক অনন্য কবিতা -
    ভালবাসার প্রচ্ছদ;
    তুলির বর্ণে রেখায় আঁকা
    ভালবাসার রুচিবোধ।

    উত্তর দিন
  • মৃন্ময় ২৪/১১/২০১৪, ১৯:১৯ মি:

    সুখ স্বপ্ন ছোঁয়ার কাছাকাছি
    মনে হয় আমরা পৌছে গেছি
    অনুভবে তাই সদা অাসে
    শতরূপে ভালবাসি তাই হাসে


    যা হয়েছে তা নিয়ে অার চুল চেরা বিশ্লেষণ করতে চাইনা তবে “সুবীর কাস্মীর পেরেরা” কবির মন্তব্য সমর্থন করি। এটাই লক্ষ্যণীয় ছিল।


    শ্রদ্ধেয় এডমিন কে আমার শ্রদ্ধা এ মহত্তম কাজের সফলতা আমাদের হাতের কাছে পৌছে দেওয়ার জন্য। সেই সাথে বাংলা কবিতার আসরের মঙ্গল কামনা।


    ধন্যবাদ অশেষ।

    উত্তর দিন
  • সুবীর কাস্মীর পেরেরা ২৪/১১/২০১৪, ১৬:২৪ মি:

    খুব ভাল লাগল। তবে বাংলা কবিতা ডট কম লেখাটি কবিতার আসরে যে ফ্রন্ট দেয়া আছে, এব্ং যে রং দেয়া আছে, তেমন হলে ভাল হয়। কারণ এই ফন্ট ও রং বাংলা কবিতার আসরের ব্র্যান্ড হয়ে গেছে। এটা অন্য কেউ নকল করতে পাবনে না। ধন্যবাদ।

    উত্তর দিন
  • মোহাম্মদ ইকবাল হোসেন ২৪/১১/২০১৪, ১৪:১২ মি:

    আমি একটা কিছু মিস করেছি। কাছাকাছি না থাকায় এমন হল।
    প্রচ্ছ্দ দারুণ হয়েছে।

    উত্তর দিন
  • নাইবাগেলো জানা ২৪/১১/২০১৪, ১৩:৫৬ মি:

    Rong tay ekta chirokalin gandho ache। Duto hater ekta purush ar ekta meyeder holai many beshi.simple and thus beautiful।

    উত্তর দিন
  • সাইদুর রহমান ২৪/১১/২০১৪, ১৩:৪৬ মি:

    বাহ চমৎকার হয়েছে।

    উত্তর দিন
  • কবীর হুমায়ূন ২৪/১১/২০১৪, ১২:০৬ মি:

    সুন্দর!
    একটি হাত নারী-হাতের প্রতীক হিসাবে স্পষ্ট হলে আরো ভালো হতো। প্রচ্ছদ রংটা নীল বা নীলাভ হলে ভালোবাসার প্রতিকীটা আরো স্পষ্ট হতো মনে হয়।
    তবে, প্রচ্ছদের আইডিয়া এবং প্রকাশ খুবই ভালো লাগলো। যদি সম্ভব হয়, শিল্পীকে দিয়ে উপরোক্ত বিষয়গুলোর প্রতিফলন ঘটানো গেলে ভালো হয়।


    ভালো থাকুন প্রিয় এডমিন।

    উত্তর দিন
  • ইব্রাহীম রাসেল ২৪/১১/২০১৪, ১১:২৭ মি:

    ভীষণ ভালো লাগলো
    যাদের চিন্তার ফলশ্রুতি এই প্রচ্ছদ তাদের জানাই আন্তরিক ধন্যবাদ

    উত্তর দিন
  • পরিতোষ ভৌমিক (অমায়িক কবি) ২৪/১১/২০১৪, ১১:১৯ মি:

    সত্যিই অপুর্ব...............

    উত্তর দিন
  • বিভূতি দাস ২৪/১১/২০১৪, ১১:১৫ মি:

    খুব সুন্দর প্রচ্ছদ। তবে প্রচ্ছদের রঙ নিয়ে কি আর একটু ভাবা
    যেতে পারে ? বিষয় যখন ভালোবাসা, তখন রঙটা যেন ঊষর
    লাগছে।
    ইচ্ছা আছে এবারের ২১শে বই মেলায় যাবার, যদি পারি তবে ভীষন আনন্দ পাব।

    উত্তর দিন
  • রাজীব ভৌমিক ২৪/১১/২০১৪, ১১:০০ মি:

    অনবদ্য

    উত্তর দিন
  • জোনাইদ আহমেদ ২৪/১১/২০১৪, ১০:২২ মি:

    অসাধারণ প্রচ্ছদ। ফলাফলের অপেক্ষায় আছি।

    উত্তর দিন
  • কমল নুহিয়াল ২৪/১১/২০১৪, ১০:০৮ মি:

    অপরূপ !

    উত্তর দিন
  • তাওফিকুর রহমান ২৪/১১/২০১৪, ০৯:৪২ মি:

    চমৎকার হয়েছে!!

    উত্তর দিন
  • দীপঙ্কর বেরা ২৪/১১/২০১৪, ০৯:৪০ মি:

    So beautiful

    উত্তর দিন
  • আগুন নদী ২৪/১১/২০১৪, ০৯:৩৮ মি:

    দৃষ্টিনন্দন,
    যে কারো-ই ভালো লাগবে।
    এখন শুধুই অপেক্ষা প্রহর,
    ..........সাফল্য কামনা করি।

    উত্তর দিন
  • মিমি ২৪/১১/২০১৪, ০৯:৩৭ মি:

    অপূর্ব... খুব সুন্দর হয়েছে।

    উত্তর দিন
  • Āvî ২৪/১১/২০১৪, ০৯:২৯ মি:

    So nice

    উত্তর দিন
  • প্রনব মজুমদার ২৪/১১/২০১৪, ০৯:১৭ মি:

    নান্দনিক প্রচ্ছদ----যেন বলছে
    একে অন্যকে--ভালোবাসি উভয়ে.....


    শৈল্পিক অভিনন্দন!

    উত্তর দিন
  • শিমুল শুভ্র (উদ্যমী কবি) ২৪/১১/২০১৪, ০৯:০৮ মি:

    চমৎকার "হাত টা ধরে ধরে ধরছিলো না - সেটা ও শতরূপে ভালোবাসার এক ঝিলিক "


    খুবই সুন্দর প্রচ্চদ হয়েছে ।

    উত্তর দিন
  • চঞ্চল কুমার ২৪/১১/২০১৪, ০৯:০৩ মি:

    চমৎকার দেখাচ্ছে শতরূপে ভালোবাসার প্রচ্ছদ! শুভকামনা রইল।

    উত্তর দিন
  • মুহাম্মদ রুহুল আমীন ২৪/১১/২০১৪, ০৯:০১ মি:

    শুভেচ্ছা ও অভিনন্দন

    উত্তর দিন
  • দীপঙ্কর ২৪/১১/২০১৪, ০৮:৫৮ মি:

    সুন্দর ,,,
    ধন্যবাদ ও শুভেচ্ছা

    উত্তর দিন
    • আবির অনন্য ২৫/১১/২০১৪, ১১:৩৯ মি:

      ভালো হয়েছে

      উত্তর দিন
শেয়ার করুন:  

সার্চ করুন

   

কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।

Please use the above search box to find any poet or poems listed with us.

বিজ্ঞপ্তিটি নিয়ে অভিযোগ দিন
  • যোগাযোগ করুন
  • নিয়মাবলী
  • তথ্যকেন্দ্র
  • বিজ্ঞপ্তি
  • কপিরাইট অভিযোগ
কপিরাইট © ২০০৯ - ২০২৩ www.bangla-kobita.com Copyright © 2009 - 2023 www.bangla-kobita.com