ধুলোয় ধ্বসিয়ে দাও দুরন্ত অনাচার
মনে হতে পারে সে দুস্তরক্রম্য
যবে শুরু হবে তোলা একটি কদম
কে রুখে তোমায়? ও তারুণ্য অদম্য!


অনাদিকালের সে যাত্রা তো শুরু শূন্যে
একটি করেই সংগ্রামের বীজ সে বুনেছে
মানবের এ ইতিহাস আমরা পেয়েছি
অঙ্কুর থেকেই মহীরুহে পূর্ণ হয়েছে


ও তারুণ্য অদম্য! তোমার পদধ্বনি শুনিয়ে দাও
আজ যে ভাবনা তোমার কাল সে মুখর শ্লোগান
যালিমের ঐ তখত নাড়িয়ে দেবে সেই
তোমাদের ন্যায় আর সাম্যের জয়গান!!!