মাঝরাত নিদ্রাহীন- রাত প্রহরী আমি
আকাশের নীল রূপালী জোছনা - বন্ধু আমার
নক্ষত্রে'র তলে দাঁড়িয়ে মুঠো বন্দি - আলো
ঝলঝল জোনাকী তোর খোপা'র চারপাশ
নিঃসঙ্গ রাত: নিঃসঙ্গ আকাশ: নিঃসঙ্গ থাক
রাত প্রহরী আমি, খোলা চাঁদ- খোলা  থাক
ভালোবাসা অতীত - তবুও বেচে থাক
রাত - অতীত - আকাশ - নক্ষত্র - জোছনা
বেচে থাক, বেচে থাক, বেচে থাক;
হুশিয়া'র! সাবধান!
রাত প্রহরী জেগে আছি আমি - তোরা সব
ঘুমিয়ে থাক! ঘুমিয়ে থাক! ঘুমিয়ে থাক!