পৃথিবী একটি পাসপোট সাইজের ছবি দিয়ে বলল-
যাও একে হত্যা কর
সফল হলে পুরা পৃথিবীটা তোমার
পুরা পৃথিবী'র লোভে- হলাম রাজী।
ছবিটি বুক পকেটে রেখে, খুঁজতে লাগলাম তাকে
গ্রামে-গঞ্জে, অলিতে-গলিতে, বন-বাদাড়ে;
তন্ন তন্ন কেরে খুঁজছি তাকে
একবার পেলে হয়- ব্যাটা'কে
পেঁয়াজ কুচি কুচি করে বাস্তায় পুরে
সাগরে'র অ-থৈ ঢেউ'এ ভাসিয়ে দিব
তখন পুরা পৃথিবী'টা আমার, শুধু আমার;
সবচেয়ে সুন্দর রাজপ্রসাদটা আমার
সুন্দরী সুন্দরী অপ্সরী থাকবে আমার চারপাশ
চাওয়া মাত্র হাজির- নানান সুস্বাদু ফল।
উফ! আর ধর্য্য ধরতে পারছি না
ঐ ব্যাটা'কে কই পাই!
হঠ্যাৎ একদিন আয়নার সামনে দাঁড়াতেই দ্যাখি
ব্যাটা আমার সামনে দাঁড়িয়ে!
বিশ্বাস হচ্ছে না, তাই বুক পকেট থেকে ছবিটি নিয়ে
পরখ করলাম- একি এতো আমি!
না.. না.. আমার পুরা পৃথিবী চাই না
যা আছে আমি তাতেই সন্তুষ্ট।।