তুমি সুই দিয়ে নকঁশী কাথায় অনেক পটু
নিমেষেই তুলতে পার ফুটন্ত গোলাপ
সুই'য়ে সুই'য়ে তুলতে পার মাধবী লতা
লতায় লতায় পেছিয়ে কর- হৃদয়।
একদিন আমার হৃদয় দ্যাখে বললে-
হৃদয়টি আমার চাই!
সুই'য়ে সুই'য়ে তুলবে- ভালোবাসার ঘর
মাঝপথে তুমি হলে দেশান্তর
সুই'য়ে সুই'য়ে হৃদয় আমার- রক্তাত্ত প্রান্তর।