অনেকদিন পর কৃষ্ণচূড়া আর আমি মুখোমুখি
কৃষ্ণচূড়া গাছটি জানতে চাইল, কেমন আছ তুমি?
তার ডাল ভেঙ্গে ক্ষতবিক্ষত করে
কৃষ্ণচূড়া ফুলে রঞ্জিত করেছিলাম
তোমার ঘন কালো চুলের খোঁপা!
তুমি তাকিয়ে ছিলে কৃষ্ণচূড়ার ফুলে
আমি তাকিয়েছিলাম তোমার ঐ লাল গালে!
আর কৃষ্ণচূড়া মুচকি মুচকি হেসে
লজ্জায় মুখ ডাকল তার লাল বেনারশীর আঁচলে!
সিএনজির ড্রাইভার আঁড়চোখে তাকাতে
তুমি বললে, যাও অসভ্য কি মনে করবে উনি?
আমি বললাম, লালে লাল কৃষ্ণচূড়া আর তুমি
হোক আজ একটু অসভ্য আর জানাজানি!


অনেকদিন পর কৃষ্ণচূড়া আর আমি মুখোমুখি
শুধু নেই তুমি, প্রতিউত্তরে কৃষ্ণচূড়াকে বললাম
ভাল আছ তুমি, অনেক সুখে আছ তুমি,
শুধু কষ্টের লালে রঞ্জিত কৃষ্ণচূড়া আর আমি।।


11/11/2014