যে নিঃশ্বাসটি এই মাত্র বেরিয়ে গেল
আমি তাকে ভালোবাসি।
যে নিঃশ্বাসটি এই মাত্র নিলাম
আমি তাকেও ভালোবাসি।
বর্ণহীন রঙগুলো ছড়িয়েছে আকাশে
হয়ত মেঘ অথবা রঙধনু সাঝবে।
উঠোনে বৃষ্টি'র পানিতে কাগজে'র
যে ভেলা'টি ভাসিয়েছিলাম
খেলা'র ছলে- শৈশবে
আজ তা ভাসাবো সাগরে।
শূণ্য'র মধ্যে গড়ে উঠে সংখ্যা
তাই শূণ্য'কে ভালোবেসে আমার পথচলা।