তোমাকে ভালোবাসার পর
আকাশটাকে বানিয়েছিলাম হৃদয় ক্যানভাস
তুমি যখন চুলের বেণী খুলে দখিনা হাওয়ায় ওড়াতে
আমি তখন আকাশে কালো মেঘ আঁকতাম।
তোমার একটু হাসিতে
আকাশে দিকবেদিক ছুটাছুটি করা শাদা শুভ্র মেঘ দ্যাখে
ধবল কাশ ফুলের ছোয়ায় ছোয়ায়
তোমার আবেশ খুঁজতাম।
তোমার মন খারাপের দিনে
আকাশটাকে টেনে উচু পাহাড়টির সাথে জড়িয়ে দিতাম।
যখন বেখেয়ালে আমায় ভুলে ব্যাস্ত হয়ে পড়তে
মেঘে মেঘে ঝগড়া বাঁধিয়ে হুঙ্কার ছড়িয়ে
ঝুমঝুম বৃষ্টি ঝরাতাম
জানালার ফটক খুলে তোমার দুধমাখা হাতটি বাড়িয়ে
বৃষ্টি'র জল মুখে মেখে আমায় ভাবতে তুমি
তোমার সর্বাঙ্গ খুঁজত আমায় বৃষ্টি শেষে
আমি সাত রঙা রঙ ছিটিয়ে
নৃত্য করতাম খোলা আকাশে
রঙে রঙে রঙধুনুতে
এখনো আকাশ আছে, আছে নীল, আছে রঙধনু;
শুধু নেই, জানালার ফটকে দুটি চোখ।