জানালার খাপে খাপে লোহার সারি
ভিতর-বাহির যেন এক বন্দিশালা
চাতক পাখির দু’টি পাথর চোখ
কি যে ক্ষুধার্ত ভাব নিয়ে
তাকিয়ে আছে বাইরে
যেন সে কখনো আলো দ্যাখেনি
জানালার খাপে হাত বাড়িয়ে
সে যেন কি ধরতে চায়
যেন কে এসেছে তাকে দ্যাখতে- বন্দিশালায়।
জানালার খাপে খাপে লোহার সারি
চাতক পাখির দু’টি পাথর চোখ
বেয়ে বেয়ে বৃষ্টি পড়ছে, বাইরেও ঝুমঝুম বৃষ্টি;
সবাই বাইরের বৃষ্টি দ্যাখে
জানালার ভিতরের বৃষ্টি কেউ দ্যাখে না।