আলো আমার মিশেছে রাতে আঁধারে
পাথরে পাথর তুলে দাঁড়িয়েছে দেয়াল
হাত দুরত্বে খেলায় মত্ত দু’টি জোনাক
জোছনাও এসে মিশেছে তাদের সাথে
আমি রয়েছি এপারে
আমার স্বপন – ভবিষ্যৎ খেলতেছে ওপারে
একদিন ভাঙ্গবো দেয়াল ঐ পাথর দিয়ে
অন্ধকার পুড়িয়ে আলো আনবো ছিনিয়ে।।