আমি ঘুমের ভিতর ঘুমাই
আলো নিভিয়ে অন্ধকার ডেকে ঘুমাই
অথচ আমি অন্ধকার ভালোবাসি না।
অন্ধকার কেউ ভালোবাসে না, কেউ না;
কি আশ্চর্য!
অন্ধকার ছাড়া কেউ ঘুমাই না।


আমি যখন ঘুমাই
অন্ধকার তখন ঘুমাই না
কি আশ্চর্য!
আলো তখন আমায় ভালোবাসে না।


আলোতে কখন ঘুমিয়েছি- মনে নেই
আলোতে এখন আর স্বপ্ন নেই
আলোতে এখন আর রূপ নেই
আলোতে এখন আর প্রেম নেই
সূর্যে এখন তেল নেই
তেল সব চুষে চুষে খেয়েছে- শোষক।


তাই, আমি ঘুমের ভিতর ঘুমাই
আলো নিভিয়ে অন্ধকার ডেকে ঘুমাই
অথচ আমি অন্ধকার ভালোবাসি না।