==================
তোমার হৃদয় খুঁড়ে খুঁড়ে
একটি বাক্য খুঁজে বেড়িয়েছি।
খুঁজে ফিরেছি একটি আদিমতা
যে আদিমতা হাজার বছর ধরে জীবত,
আমি শুধু ঐ একটি বাক্য খুঁজেছি
তোমার হৃদয় খুঁড়ে খুঁড়ে।
যখন ভাষা আবিষ্কার হয়নি
অক্ষরে অক্ষরে আলিঙ্গন হয়নি
তখনো এই বাক্যটি জিবীত ছিল
চোঁখে চোঁখ রেখে
হাতে হাত রেখে
বুকে ওপর নিশ্বাস রেখে
ওষ্ঠের ওপর ওষ্ঠ রেখে
বাক্যটি আদান প্রদান হত
আমি সেই আদিম বাক্যটা খুঁজেছি
তোমার হৃদয় খুঁড়ে খুঁড়ে।
তোমার শূন্য হৃদয়ে সেই আদিম বাক্যটি নেই
তুমি বড় আধুনিক হয়ে উঠেছ।
হাজার বছর পর
এই মধ্য রাতে আমার বুকে হঠ্যাৎ
সেই আদি বাক্যটি জেগে উঠেছে,
বুকের মধ্য থেকে টেনে বের করে পড়লাম
সেই হাজার বছরের আদিম বাক্যটি
আমি তোমাকে ভালোবাসি।।