অন্ধকারের গান শুনেছ কখনো
বিদঘুটে সেইসব অন্ধকারের গান।
পাহাড়ের বুক থেকে নেমে আসা
অজগরের নৃত্যে নৃত্যে সেই গান।
এক টুকরো অন্ধকার
সূর্য দেবতাকে গিলে খাওয়ার গান।
যে গানের সুরে মেতে উঠেছে ঈশ্বর
সাগরের লোনা জলে যমদূত হয়ে।
অন্ধকারের গান শুনেছ কখনো
বিদঘুটে সেইসব অন্ধকারের গান।
ভেসে বেড়ায় নীল পদ্ম
সেই সুরের তালে তালে
জলের ভিতর তলের খোঁজে।
ফানুসের আলোয় আলোয়
বাজছে সেই গান ভেসে ভেসে
ভয়ার্ত সাগরের ঢেউ এ চেপে।
ঈশ্বরের কিবা দোষ
ঈশ্বর স্বয়ং বন্দি এ সুরে
পৃথিবীর সব আলো যে এখন নষ্টদের হাতে।