এসো বৈশাখ!
এসো বছরের দুঃখ গ্লানির সংজ্ঞা করতে নির্বার
এসো গো বিপ্লবী বৈশাখ!
দরিদ্রের প্রতি বর্বর নীতি করতে পরিহার।


এসো অধিকার সঞ্চয়ের উত্তাল তুফান হয়ে
শান্তি যুদ্ধের রন্ধ্রে শ্রান্তি হয়ে
মানবের ভেদাভেদ প্রতিবাদী সংগ্রাম হয়ে
ভেঙে দাও দুরাচারীর অহমিকা দালান
ভেঙে দাও বিভেদের হিংস্র পরান।


এসো বৈশাখ!
এসো বছরের উগ্র অন্যায় করতে অবসান
এসো গো বিপ্লবী বৈশাখ
দরিদ্রের প্রতি বঞ্চিত রাজত্ব করতে বিসর্জন


এসো বিকৃত নির্দয়ে রুদ্র দাপটে
আয়েশের সহসা অন্তের হর্ষ হয়ে
মানবের বিদ্বেষ বিনাশের সত্য উপায়ে
ভেঙে দাও বিষাক্ত অর্থ শোষণের বান
ভেঙে দাও অনাচারীর অন্যায় তান।