হে জ্ঞানশক্তি-শ্রমশক্তি বর্ষা রূপে এসে
বাঙালির প্রাণশক্তি জাগাও তাগিদ জলে
জড়তার যত হীনতা, যত আর্তনাদ
শীর্ষের উত্তাল নেশায় করো উন্মাদ।
বাঙালিরে দাও তুমি বীর্যের রস-প্রাণ
অক্লান্ত উদ্যম যেমন ঝর্ণার চলন তান
তেজ বৈভব চেতনায় ঝর উদার হয়ে
শ্রমে-জ্ঞানে বাঙালি যেন রয় দুর্লভ জয়ে।
উদ্যমতার ঐশ্বর্য জল দাও বুক ভরে
আঁকড়ে ধরে যেন তাঁরা সিন্ধু বেগে চলে
সেরা শীর্ষে উঠে যেন বাঙালি সন্তানে-
বিশ্ব দেশে উচ্চ শীর যেন, লভে গর্বের জোরে।