অবিরত আমি চলিয়াছি অজানা কোন পথে
নিরন্তর রাত্রিদিন চলি সুদূর সম্মুখ আঁখিপাতে
সকল শেকল ছিন্ন করে মুক্তির শিখর পথে
পর্বত-গিরি,সিন্ধু-সরিৎ সমস্ত সীমা ঘুরে
বিভেদ কলাহল অশান্তি অবিরল সমস্ত ব্যথা ভুলে
খুঁজিয়াছি তাই শান্তির তান প্রকৃতির কোলে ছুটে।


আমি শুনিতে চাই সাগর ঢেউয়ের কুল কুল তানধ্বনি
দেখিতে চাই পাখির চলা সীমাহীন কোথা ছাড়ি
জানিতে চাই গিরি বাহিয়া কেন জলধারা আসে বয়ে
বুঝিতে চাই বৃক্ষ কেমনে বাঁচে মৃত্তিকার দেহে
আমি উদাসী
আমি পথচারী
আমি প্রকৃতির নিবাসী
আমি ফিরিতে চাইনা পুরোনো সেই অন্তর-ব্যথা জালে
বাঁচিতে চাই প্রকৃতির বুকে প্রেমের লীলা মেখে;
আমি অভিমুখ ধাই, চঞ্চল পায় মিলন সুখের টানে
আনন্দ সুখ কুড়িয়া লয় প্রকৃতির লীলা প্রেমে।


মাঘ ২০,১৪২৬