সুখ রে তুই কোথায় আড়াল হয়ে থাকিস
প্রতিশ্রুতির ফাঁদে কেন মূর্তি করে রাখিস!
আয় রে তুই আয় অমৃত বিলাস গায়ে
তোর অপেক্ষায় তারুণ্য পড়ছে ক্ষয়ে ক্ষয়ে।
সুখ কহে, ওরে অধম সুলভে যদি আসি
অচলতায় জগৎ'টা হবে অলস অভিসারী।
দুখের মাঝে সুখের পরম নিশানা
সূর্য যেমন তপ্ত হলেও জগতের প্রার্থনা।


মাঘ ১৮,১৪২৬