শারদ এসো গো!
শারদ এসো বর্ষা রোদন চিরে
সুখ ছুঁয়ে যাক বাংলার ঘরে ঘরে
পুষ্পকলি পাপড়ি মেলে ভোরে
গায়ের পথে প্রণয়ের সুর তুলে।


শারদ এসো গো!
হোক বৃষ্টি রোদের অনিন্দ্য খুনসুটি
শারদ এসো গো!
স্নিগ্ধ চপল ছন্দের তালে তালে
শারদ এসো পেঁজা তুলো গায়ে
রৌদ্র ঝিলিক আমন ক্ষেত ছুঁয়ে
কৃষাণ প্রাণে শান্তির পরশ চুমে।


শারদ এসো গো!
হোক ঘাসের বুকে শিউলির লুটোপুটি
শারদ এসো গো!
কাশবনেরা হাওয়ায় শুভ্র সুষমা আঁকে
সুনীল ছায়া লুটে শান্ত নদীর বুকে
আলোর রেখা চিরে যাক হালকা কুয়াশা
অনবদ্য দৃশ্য কাড়ুক মনের আঙিনা।


শারদ এসো গো!
শারদ এসো পাখির ডানায় উড়ে
আমার দেশের মাটির বুকে ফিরে
প্রজাতির মেলা জাগুক শারদ আগমনে
বছর ফের আমার প্রাণের দেশে।