অতঃপর তাকে ভালোবাসলাম...
হৃদয়ের নব পল্লবিত সবুজ স্বত্ত্বায় ।
প্রাণের কারাগারে তাকে রেখেছি নিতান্তই গোপন করে
যেন সে আমার, একান্তই আমার !


জীবনে একরাশ প্রতিকূলতার কূল ছাপিয়ে
অবশেষে যখন নবীন অনুরাগের সুদ্ধতায় আমি সিক্ত,
তখন বাহ্যিক বিরাম চিহ্ন যেন থামিয়ে দিল।
ভালোবাসার উত্তাল প্রকাশ আর জানলো না কেউ,
জানলো না আমার তরুণদেব ও !
তার থেকে দূরে থাকবার প্রয়াস,
তাকে ঘিরে দূর হতে মনের নকশী কাঁথায় বুনন,
কী যে সূঁচ-ফোঁড় সুখ তা আর বলা হবে না তাকে।
বলা হবে না, ওগো সলিলদেব শুনছ,
হ্যাঁ হ্যাঁ তোমায় বলছি-  ভালোবাসি...
হৃদয়ের মনিকোঠা হতে তোমায় যে এতোকাল এঁকেছি,
তা তো আমারই অজানা ছিল।


তোমায় ঘিরে এত অভিমান,
এত চাঁদায়ন, এতো কাজল-রাত্রি যাপন
সবই কি হারিয়ে যাবে,
নাকি শুধু অশ্রু হয়েই রয়ে যাবে !


২রা মাঘ ১৪২৩