ঘোর তামসয় নিমজ্জিত দেশ
কোথাও আশা নেই নৈরাশ্যর দৌরাত্বে
ডানা বিহীন আহত পাখি
নিরাশার খাঁচায় আমৃত্যু বন্দী
মেঘাচ্ছন্ন আকাশে প্রদীপ্ত সূর্য বাকরুদ্ধ।
অমাবস্যার কৃষ্ণকালো
জাতির স্বপ্নকে অন্ধকারে রেখেছে
বদ্ধ কুঠিরে আবদ্ধ বাংলার মুক্তির দাবী
শাসন, শোষণ ও বৈষম্যর বেড়াজালে
অনিশ্চিত বাঙালি জাতির ভবিষ্যৎ।


‘একজন’ আছেন যিনি মুক্তির পথ তৈরি করেন
যার এক তর্জনীতে বসত করে হাজার বর্ষীয়ান নেতা
যিনি হাজার কংকরে একটুকরো হীরক
তিনি স্বপ্ন দিয়ে বিনির্মাণ করেন জাতির ভবিষ্যৎ


সব আলো নিভে গেলে
সব আশা নিরাশায় ডুবে
সব ভরসা হারিয়ে যায় হতাশায় চোরাবালিতে
সব পথ বন্ধ হয়ে যায় মৃত্যুর মিছিলে
সব স্বপ্নের মশাল নিভে যায় শ্রাবণের বৃষ্টিতে


জ্বলে ওঠেন তিনি....
৭ই মার্চ রেসকোর্স ময়দান
পৃথিবীর সব আলো কেন্দ্রিভূত হয় এক সম্মোহনী ভাষণে
বজ্রকণ্ঠে উচ্চারিত হয় শোষণের বিরুদ্ধে মুক্তির ডাক
সেই আলোতে দূর হয়ে যায় সকল অন্ধকার
নতুন তেজদীপ্ত সূর্যের আলোতে
রচিত হল এক মহাকাব্য
স্বাধীন বাংলাদেশ।