আমি কাশ্মীরীদের কথা বলছি
সবুজে ঘেরা নৈসর্গিক মায়াবী দেশ
সৌন্দর্যের রানি, পৃথিবীর ভূস্বর্গ
বনবনানি, ফলমূল অপূর্ব সমাহার
অবনীর সকল রুপ-লাবণ্য যেন
এখানে কেন্দ্রীভূত হয়েছে ।

আমি কাশ্মীরীদের কথা বলছি
শুকুনের ক্ষুধার্ত চোখ পড়েছে
লালসার জিহবায় নিকৃষ্ট জল
বিবেক ধর্ষিত হয় আধিপত্যের লিপ্সায়
নর পিশাচের নগ্ন হস্তক্ষেপে
চেতনায় নর্দমায় দুর্গন্ধ।


আমি কাশ্মীরীদের কথা বলছি
আর কত কান্না, কত অশ্রু
কত বিভৎর্ষ চিৎকার
আকাশ ভারী শিশুর করুন আর্তনাদে
কত রক্তের স্রোতে নদীর প্লাবণ
কত জন বাস্তÍচ্যুত, কত অমানবিকতা।


আমি কাশ্মীরীদের কথা বলছি
আর কত সার্বজনীন মতামতে অগ্রাহ্য
আর কত আহাজারি
আর কত পরাধীনতার গ্লানি
আর কত নির্লজ্জ লোলুপ দৃষ্টি
আর কত বিভীষিকা


আমি কাশ্মীরীদের কথা বলছি
ওঠে জেগে হে বীর সেনানী
পরাধীনতার গ্লানি মুছে
স্বাধীনতার অমৃত পান করো
জাগো জগো জাগো হে কাশ্মীর
ওড়াও পতাকা উচ্চ কর শির।