বিশ্ব জুড়ে একজনই আপন
আপন শুধু মা,
সব কিছুর হয় তুলনা
মায়ের শুধু হয় না।


শত ব্যথা নিজে সয়ে
সন্তানকে দেয় সুখ,
আসমান জমিন খুঁজে দেখ
নেইকো মায়ের মতো মুখ।


দশ মাস পেটে ধরে
কষ্ট সয় যে কত,
প্রসব ব্যথা কঠিন ব্যথা
মৃত্যুর মতো


ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও
মায়ের কাছে খোকা,
মা ছাড়া সবাই তোমায়
দিতে পারে ধোঁকা।


স্বার্থের লোভে সবাই ঘুরে
স্বার্থ ছাড়া মা,
সব ঐশ্বর্য্যের সেরা ঐশ্বর্য
দুখিনী ঐ মা।


দারা পুত্র পরিবার
হয় না মায়ের মতন,
মহা বিশ্বের মহা বিশ্ময়
মা-ই বড় আপন।