এই দুনিয়া পাপাচারে
ভরে গেছে ভাই,
পাপের চেয়ে মধুর কিছু
এই জগতে নাই।


ভালো কাজে মন বসে না
উদাস উদাস মন,
খারাপ কাজে ছুটে চলে
ভেঙে পাহাড় বন।


ন্যায়ের সাথে পাল্লা দিয়ে
চলে ভন্ডের দল,
সমাজটা আজ তাদের হাতে
তাদের হাতেই বল।


সাধুরা আজ কোনঠাসা যে
বন্ধ তাদের মুখ,
দেখে শুনে সইতে হবে
মনের ভেতর দুখ।


পচে গেছে সমাজটা আজ
ভালোর মূল্য নাই,
বাঘের পিঠে ইঁদুর নাচে
নষ্ট সমাজ তাই।


স্বরবৃত্তঃ ৪+৪/৪+১
রচনাকালঃ ১৬.১০.২১, লঞ্চে বসে, চাঁদপুর