আকাশ জুড়ে সাদা মেঘের
লুকোচুরি খেলা,
ঝিরিঝিরি বৃষ্টি নামে
সারাটাদিন বেলা


শরৎকালে বাংলা আমার
নতুন রুপে সাঁজে,
বাংলা গানের মধুর ধ্বনি
টিনের চালে বাজে।


মৃদু মন্দ সমীরণে
ময়ূর পেখম মেলে,
নদীর ধারে কাশবনে ওই
শুভ্রতার ঢেউ খেলে।


বিলের জলে শাপলা ফোঁটে
পাখিরা গান ধরে,
শিশির ভেজা দূর্বাঘাসে
শিউলি ঝরে পড়ে।


মাঠে মাঠে  সোনার ফসল
ফলায় গরীব চাষি,
ঋতুর রানী রাঙিয়ে দেয়
বাংলা মায়ের হাসি।


স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+২