যুদ্ধ করে স্বাধীন হল
একটি সবুজ দেশ,
সেযে আমার সোনার বাংলা
সোনার বাংলাদেশ।


নদী মার্তৃক বাংলাদেশে
গুণিজনের বাস,
ঘরে ঘরে সুখের ছোঁয়া
থাকে বারো মাস।


ফুলেফলে ভরা এ দেশ
ফসল ভরা মাঠ,
ষড়ঋতুর রুপে ভরা
যেন ছবির হাট।


পাখির কন্ঠে কিচিরমিচির
সুরেলা এক তান
মাঠে ঘাটে ছড়িয়ে আছে
নানা রকম গান।


সবুজ শ্যমল এমন দেশ ভাই
কোথায় গেলে পাই?
মায়ের মতন এমন দেশ আর
জগৎ জুড়ে নাই।


ছন্দঃ স্বরবৃত্ত
মাত্রাঃ ৪+৪/৪+১