বুশরা মনি ভাত খাবে না
ধরছে নতুন বায়না,
মাগো আমায় দাওনা এনে
মহারানীর গয়না।


গয়না পেলে দুষ্টামি আর
করবো নাকো কভু,
পণ করেছি কান ধরেছি
স্বাক্ষী আমার প্রভু।


পড়ার সময় পড়বো আমি
খেলার সময় খেলা,
গয়না গায়ে ঘুরবো আমি
অলস দুপুর বেলা।


গয়না পড়ে সাজবো আমি
মহারানীর মতো,
অবাক চোখে দেখবে সবাই
রাজা বাদশা যতো।


ছন্দঃ স্বরবৃত্ত
মাত্রাঃ ৪+৪/৪+২
রচনাকালঃ ০৮.০৮.২২
বগুড়া
@afjal