জাদুমণি লক্ষ্ণী সোনা
ঘুমিয়ে যা আর কথা না
চাঁদের বুড়ি হাত বুলিয়ে
বলে গেল যা ঘুমিয়ে।


পাতালপুরীর রাজা-রানি
তোকে ডাকে সোনামণি
আয়রে খোকা ঘুমের দেশে
পঙ্খি রাজে রাজার বেশে।


সাত সমুদ্র তেপান্তরে
রাজকন্যা বন্দী ঘরে
দস্যিরাজের বন্দীশালায়
রাজকন্যা বেঘোর ঘুমায়।


জিয়ন-কাঠি স্পর্শ করে
ঘুম ভাঙ্গাবি আস্তে করে
পঙ্খি রাজে উড়ে শেষে
বীরের বেশে আসবি দেশে।


রাজকন্যা পালকি চড়ে
বধু বেশে আসবে ঘরে
ধন্যি ছেলে বলবে সবাই
সারা পাড়া বাজবে সানাই।