আয় খোকা দেখে যা
ভুতের এক  বাচ্ছা,
নাক দিয়ে খায় সে যে
গোবরের  লাচ্ছা।


গায়ে তার জামা নাই
ইয়া তার  ভুঁড়ি,
প্রতিদিন করে সে
গো-মুত্র চুরি।


হাত নেই তার লম্বা লেজ
পা দিয়ে সে খায়,
নাক দিয়ে কালা ভুত
বেসুরে গান গায়।


গায়ের রং কুচ কালো
ভয়ংকর বটে,
টাক ভরা মাথা তার
নেই এমন তটে।


কান দিয়ে শুনে না
চোখ দিয়ে শুনে,
সব হিসেব রাখে সে
ধারাপাত গুনে।


রচনাঃ দূর্গাহাটা, গাবতলী,  বগুড়া
তারিখঃ ২৬.০৯.২২
মাত্রা-৩+৩/৩+২