যেখানে সূর্য হতাশায় ডুবে আশা হারায় ভরসার পাখি
যেখানে দুমুঠো ভাতের জন্য হাহাকারঅশ্রুতে ভাসে আঁখি।
যেখানে বৈষম্যের আধিপত্যে ঘোর অন্ধকার নেমে আসে
যেখানে মানুষ অধিকার বঞ্চিত রগরীব পরিনত হয় দাসে।
সেখানেই ব্র্যাক সূর্যদোয়ের বীজ বপন করে
নিরাশা প্রাণে ভরসা দিয়ে সাম্যতার স্বপ্ন বুনে।


যেখানে পিছিয়ে পড়া মানুষগুলো আরও পিছিয়ে পড়ে
অর্থের অভাবে শিক্ষার আলো পৌছায় না যে ঘরে
যেখানে অধিকার বঞ্চিত মানুষের জীবনে হয়না উন্নয়ন
যেখানে নারী শুধুই নারী মানুষ হিসাবে পায়না মূল্যায়ন
সেখানেই ব্র্যাক আলোর মশাল জ্বেলে করেছে আঁধার দূর
প্রতিষ্ঠা করেছে নারী-পুরুষের মর্যাদা সাম্যতার মহা সুর


যেখানে নির্যাতিত নিপিড়ীত মানুষের কান্নার আহাজারি
যেখানে দূর্যোগ কবলিত মানুষের মাতমে বাতাস হয় ভারি
যেখানে বাল্য বিয়ের অনলে পুড়ে নিস্পাপ শিশুর কপাল
যেখানে নারী নির্যাতনের অমানবিক তাণ্ডব চলছে মহাকাল
সেখানেই ব্র্যাক বাড়িয়েছে হাত ভাঙতে অনিয়মের শৃংখল
জ্বেলেছে প্রদীপ আঁধার করেছে দুর হয়েছে মানবের মঙ্গল


যেখানেই চলে প্রকৃতির তান্ডব মহামারি দূর্যোগ
সর্বস্বহারা অসহায় মানুষ বুকে কঠিন শোক।
যেখানেই সুবিধাবঞ্চিত মানুষ দলিত হয় মানবতা হয় পিষ্ট
যেখানেই ব্র্যাক সেবার বারতা নিয়ে অসহায় মানুষের পাশে একনিষ্ঠ
জাতি-ধর্ম-বর্ণ ভেদে ধনী গরীব নির্বিশেষে ব্রাক সবার জন্য
নন্দিত ব্র্যাক গর্বিত দেশ কর্মীরা সব ধন্য।
স্বপ্নের সারথি স্যার ফজলে হাসান আবেদ ব্র্যাকের প্রতিষ্ঠাতা
তোমার জন্য দোয়া মাগে বিশ্বের কোটি কোটি আমজনতা
ওপারে তুমি ঘুমিয়ে থাকো আমরা জেগে আছি তোমার সৈনিক
তোমার দেখানো পথে গ্রামবাংলার পথে ঘাটে আলো জ্বালাবো দৈনিক।