স্বরবৃত্তঃ ৪+৪+৪+১


গ্রীষ্ম শেষে বর্ষা আসে
ঝরে বৃষ্টি ধারা
রোদ্র ছায়ায় লুকোচুরি  
হর্ষে আত্মহারা।


ঝিরিঝিরি বৃষ্টিতে ঐ
ময়ূর পেখম মেলে,
কলা পাতার ঘর বানিয়ে
শিশুরা সব খেলে।


হংসমিথুন খেলা করে
পুকুর ভরা জলে,
আয় ছেলেরা আয় মেয়েরা
দল বেঁধে আয় চলে


টাপুর টুপুর বৃষ্টি পড়ে
কদম ফোঁটে শাখে,
বৃষ্টি বিলাস মনকে বলো
কে দমিয়ে রাখে।


এসো দু'জন হাতটি ধরে
বৃষ্টিতে ঐ নাচি,
দুঃখ ভুলে একটু সময়
বাঁচার মতো বাঁচি।