স্বরবৃত্ত মাত্রাঃ ৪+৪/৪+২


অবশেষে বৃষ্টি এলো
কেটে গেল খরা,
জমিন থেকে ধুয়ে গেলো
নানাবিধ জ্বরা।


স্বস্তি এলো অবনিতে
সতেজ লতা পাতা,
নতুন রুপে খোলা হলো
প্রকৃতির হালখাতা।


ছেলেমেয়ে খুশির তরে
বৃষ্টিতে ঐ ভিজে,
উঠোন জুড়ে বৃষ্টি নাচন
আনন্দ হায় কি যে।


মনে পড়ে শৈশব স্মৃতি
ভিজছি সারা বেলা,
ডাংগুলি ও কানামাছি
খেলছি কতো খেলা।


বৃষ্টিতে যায় ধুয়েমুছে
ব্যাধি জরা যতো,
মানব মনের কলুষতা
নিবারণ হোক ততো।