গভীর অরণ্যে তিমির রজনীতে
বিভৎস আর উৎক›ঠা সঙ্গ করে,
তোমার সন্ধানে ছুটেছি বহুদিন বহুবার।


চৈত্রের বুকফাঁটা দাবদাহে
ঘামাক্ত শরীরে কøান্তহীন ভাবে,
তোমার তৃষ্ণায় ছুটেছি বহুদিন বহুবার।


আষাঢ়ে বৃষ্টি আর কঠিন বজ্রপাত
মৃত্যুর হাতছানি আজরাইলের স্বাক্ষাৎ
তোমার আশ্রয়ে ছুটেছি বহুদিন বহুবার।


নগ্ন শরীর শীতার্তদেহ কুয়াশায় আচ্ছন্ন
অসম্ভব সম্ভবে প্রাণের আকুতিতে...,
তোমার উষ্ণতায় বাঁচতে চেয়েছি বহুদিন বহুবার।


মসজিদ,মন্দির,গীর্জায় মানত তোমার সমর্পনে
তোমাকে চাই জীবনের সবকিছুর বিনিময়ে,
বিধাতার তরে দু’হাত তুলেছি  বহুদিন বহুবার।


হাজার প্রশ্নে জীবনের অংক হয়ে উঠে জঠিল
বহু নিয়ম আর সুত্রের ঘুরপ্যাচে আটকে যায় চেতনা,
সম্ভব নয়, তবু সম্ভাবনা  উন্মোচনে চলেছি বহুদিন বহুবার।


ঋতু আছে ঋতু যায়-আবেদন পথ হারায়
রুপান্তর  তবু বুকের গহীনে তোমারই চিরন্তন আবেদন
আমি তোমাতেই বিসর্জন-তোমাতেই পুনর্জনম হয়েছি বহুদিন বহুবার।


আজি মৃত্যুর খুব কাছাকাছি-চলছে ওপেন হার্টসার্জারী
দৈহিক অস্তিত্ব বিলীন হবে আজি ঐশ্বরিক নিয়মে
হ্নৎপৃন্ডের ব্যবচ্ছেদ রিপোটর্ : ‘বুকের গহীনে তুমি’ স্পন্দিত হবে বহুদিন বহুবার।


রচনাকালঃ ২৭.১০.২০১৭
বেহুলা লক্ষীণদার-এর বাসরঘর,বগুড়া।